Google Pixel 5 লঞ্চ হতে চলেছে ভারতে, সাথে থাকছে ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা

 Google Pixel 4a ভারতের বাজারে আসার আগেই Pixel 5 এর লিকস বেরিয়ে এসেছে। এই Google Pixel 4a মোবাইলটিতে যেমন ফেস আনলক, টেলিফটো ক্যামেরা ও ভালো ব্যাটারিতে উন্নতি করেছিল গুগল। 

     তাই এবার Google Pixel 5 মোবাইলে কিছু  ধরনের নতুন ফিচার্স যুক্ত করার চেষ্টা করছে।

    Google Pixel 5 লঞ্চ হতে চলেছে ভারতে, সাথে থাকছে ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা

    Google Pixel 5 এর দাম কত টাকা হতে পারে?

    গুগল রীতিমতো চেষ্টা করছে ফ্ল্যাগ শিপ মোবাইলের লিস্টে এই মোবাইল টি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে শামসং ও এপেল এর মোবাইলের তুলনায় অনেক টাই কম দামে।

    তবে অনুমান করা যাচ্ছে Google Pixel 5  মোবাইলটির দাম $629 প্রায় INR 46,000 ইন্ডিয়ান রুপি। এই সাথে থাকবে ফোনে ১২৮ জিবি  ইন্টারনাল স্টোরেজ।

    Google Pixel 5 মোবাইলটি আপনারা ব্ল্যাক ও সাবটল সেজ কালারে অনলাইনে অর্ডার করতে পারবেন। তবে আশা করা যাচ্ছে এই মোবাইলটি অক্টোবর মাসের মধ্যে বাইরের দেশে পাওয়া গেলেই ভারতে লঞ্চ করতে কিছু সময় লাগবে।

    Google Pixel 5 এর স্পেসিফিকেশন

    Google Pixel 5 মোবাইলে থাকছে ৬ ইঞ্চির ওলেড ফুল এইচডি ১৯.৫:৯ রেশিও ডিসপ্লে। সাথে থাকছে গরিলা গ্লাস ৬ ।

    Google Pixel 5 মোবাইলে এন্ড্রয়েড ১১ দেখতে পাবেন সাথে থাকবে স্নাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর। এর ফলে আপনার মোবাইলটি অনেকটাই পাওয়ার ফুল হবে।

    Google Pixel 5 লঞ্চ হতে চলেছে ভারতে, সাথে থাকছে ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা

    Google Pixel 5 মোবাইলের পিছনের দিকের রেয়ার ক্যামেরা থাকছে ১২.২ মেগা পিক্সেল, এফ ১/৭ অপারচার। 

    এছাড়াও দ্বিতীয় রেয়ার ক্যামেরা থাকছে ১৬ মেগা পিক্সেলের আল্ট্রা হোআইড এফ ২.২ অপারচার।

    এই মোবাইলে থাকছে ৮ জিবির র‌্যাম ও ১২৮ জিবির স্টোরেজ সাথে থাকছে ৪,০৮০ এম-এ-এইচ ব্যাটারি।

    Google Pixel 5 এ থাকছে ১৮ ওয়ার্ট এর কেবল চারজিং, ১৫ ওয়ার্ট এর ওয়ারলেস চারজিং ও ৫ ওয়ার্ট এর রিভার্স চরজিং।

    Google Pixel 5 এ থাকছে চমকে দেওয়ার মতন ক্যামেরা যা আপনাকে হাই কোয়ালিটির ফটো তুলতে সাহায্য করবে। গুগল চেষ্টা করেছে এই মোবাইলে এমন কিছু ফিচার্স দিতে যা আগে কখনো দেয়নি। তাই মার্কেটে এর চাহিদা খুবই হতে চলেছে বলে আশা করা যাচ্ছে।

    0/Post a Comment/Comments