গুগল মিট ফ্রি ২০২১ এর মার্চ মাস পর্যন্ত সাথে আনলিমিটেড কলিং

 এই সময়ে ভিডিও কলিং অ্যাপস এর জনপ্রিয়তা ক্রমশই বেড়েই চলেছে।


 সেই জন্য আমাদের সামনে চলে এসেছে বিভিন্ন ভিডিও


 কলিং অ্যাপস তার মধ্যে অন্যতম সেরা একটি অ্যাপ গুগল মিট। 

গুগল মিট ফ্রি ২০২১ এর মার্চ মাস পর্যন্ত সাথে আনলিমিটেড কলিং

বিশ্ব বিখ্যাত টেক জায়েন্ট কোম্পানির তৈরি সকল প্রিমিয়াম ফিচার্স সহ এই ভিডিও কলিং অ্যাপ যেকেউ তাদের জিমেইল একাউন্ট দিয়েই ব্যাবহার করতে পারতো বিনামূল্যে ৩০এ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত ৬০ মিনিট প্রতি কল লিমিটে।

সেই তারিখ মাথায় রেখে গুগল ঘোষণা করেছে যে তাদের এই পরিষেবাটি মার্চ মাস- ২০২০ পর্যন্ত বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা। সাথে থাকছে ৬০ মিনিট কলিং বাড়িয়ে করেছে আনলিমিটেড কলিং পরিষেবা।

গুগল মিট ফ্রি ২০২১ এর মার্চ মাস পর্যন্ত সাথে আনলিমিটেড কলিং

গুগল দাবি করছে যে তারা গুগল মিট অ্যাপে কতগুলি নতুন ফিচার্স যুক্ত করেছে। এর মধ্যে এখন থেকে গুগল মিট ভিডিও কলিং সরাসরি টিভি তে কাস্ট করা যাবে ও  গুগল মিট ভিডিও কলিং এ আপনার ভিডিওর ঘোলা ব্যাকগ্রাউন্ড যেটি আপনি চান না যে কেউ দেখুক সেই জন্য ব্লার এফেক্টস যুক্ত করতে পারবেন।

গুগল মিট ভিডিও কলিংএ এখন থেকে ৪৯ জন একসাথে ভিডিও কল করতে পারবেন সাথে প্রেজেন্টেশন এর জন্য ডিজিটাল হোয়াইট বোর্ড ব্যাবহার করা যাবেন। 

এই সমস্ত আপডেট ছাড়াও গুগল ইতিমধ্যে তাদের নয়েজ ক্যান্সেলসন ফিচার্সটি নিয়ে এসেছে যার সাহায্যে এখন থেকে ব্যাকগ্রাউন্ড এর বাজে আওয়াজ গুলি অটোমেটিক মুছে যাবে তার ফলে আপনি ভয়েজ সবাই স্বচ্ছ শুনতে পারবে।

0/Post a Comment/Comments