WhatsApp খুব শীঘ্রই নিয়ে আসছে অনেকগুলি নতুন ফিচার

 WhatsApp এর ব্যবহার করেনা এমন খুব কম মানুষই আছেন। WhatsApp যদি আপনিও ব্যাবহার করে থাকেন তাহলে আপনার জন্য খুব ভালো খবর।

দেখার বিষয় যেগুলি

  • নতুন আপডেট WhatsApp 2.20.201.10
  • Storage Usage UI নতুন করে ডিজাইন
  • জনেস একাউন্ট Calling অপশন

খুব শীঘ্রই WhatsApp তাদের এন্ড্রয়েড বিটা উসারদের জন্য অনেকগুলি নতুন ফিচার লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে Always Mute, Storage UI, Business Account এই সব ধরনের আপডেট থাকবে ।

WhatsApp খুব শীঘ্রই নিয়ে আসছে অনেকগুলি নতুন ফিচার

WABetaInfo অনুযায়ী জানা গিয়েছে WhatsApp এর 2.20.201.10 আপডেট ভার্সনে তারা কিছু নতুন ফিচার আনতে চলেছে।

প্রথমেই যে ফিচারটি দেখতে পাবো সেটা হচ্ছে Always Mute অপশন, WhatsApp এর এই আপডেটটিতে এই অপশন টি যুক্ত হতে যাচ্ছে। এর ফলে আপনি কোন ব্যক্তি বা কোনো গ্রুপের নোটিফিকেশন mute করতে পারবেন সব সময়ের জন্য।এটি 1 Year Mute অপশন টি পরিবর্তে দিচ্ছে WhatsApp

WhatsApp খুব শীঘ্রই নিয়ে আসছে অনেকগুলি নতুন ফিচার

দ্বিতীয়ত যে যে ফিচারটি দেখতে পাবো সেটা হচ্ছে, WhatsApp তাদের Storage Usage UI নতুন করে ডিজাইন করেছে সেটি দেখতে পাবেন এবং সহজেই আপনার কোন ফাইল কতো টা জায়গা নিচ্ছে আপনার ফোনে সেটি চেক করতে পারবেন।

তৃতীয়ত যে যে ফিচারটি দেখতে পাবো সেটা হচ্ছে, WhatsApp যাদের বিজনেস একাউন্ট আছে তাদের জন্য। এই আপডেটের ফলে বিজনেস একাউন্ট ব্যবহার কারিরা চ্যাট এ Voice/Video Call অপশন টি দেখতে পাবেন না।

0/Post a Comment/Comments