Google আপনাকে চাকরি খুজে দেবে আপনার যোগ্যতা অনুযায়ী

আপনিও যদি ব্যাচেলর বা গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আসছেন, চাকরির খোঁজ হয়তো নিশ্চই করছেন? 

তবে এই করোনা পরিস্থিতিতেই আপনিও যদি একটা চাকরি পেতেন তাহলে খুবই ভালো হতো আপনার। কিনতু একটা চাকরি পেতে গেলে কত জায়গায় যে ঘুরতে হয় সেটা হয়তো আপনি ভালো মতোই জানেন।

Google আপনাকে চাকরি খুজে দেবে আপনার যোগ্যতা অনুযায়ী

এখন সবার হাতে হাতে মোবাইল ফোন এবং এই ফোনটি আপনাকে সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করবে। ভাবতে অবাক লাগছে ? এটাই সত্যি।

এখন ইন্টারনেটর ব্যাবহার এতটাই বেড়ে গিয়েছে যে বিভিন্ন কোম্পানি তাদের কর্মচারী নিয়োগের নোটিস অনলাইনে প্রকাশিত করেই থাকে এখন।

তাই ইতিমধ্যে Google তাদের একটা Apps লঞ্চ করেছে কিছু দিন আগেই। এই Apps টা অনেকটা Play Store এ থাকা Job Apps 

এর মতন অনেকটা কিনতু অনেকটাই আলাদা এবং সমস্ত চাকরির খবর ভেরিফাই করেই এখানে আপলোড দেওয়া হয়। 

কিভাবে Kormo Jobs (কর্ম জবস) Apps ইনস্টল করবেন ?

App টির নাম Kormo Jobs (কর্ম জবস) এটি আপনি প্লে স্টোরে স্টার্চ করলেই পেয়ে যাবেন, এটিকে ইনস্টল করে লগিন করুন।

এই App টিতে লগিন করার পর উপরে Profile icon টিতে ক্লিক করে আপনাকে কিছু আপনার নিজস্ব ডিটেলস দিয়ে আপনার প্রোফাইলটিকে পরিপূর্ণ করতে হবে। 

Google আপনাকে চাকরি খুজে দেবে আপনার যোগ্যতা অনুযায়ী

আপনি আপনার CV (বায়ো ডাটা) PDF Format এ আপলোড করবেন। এর ফলে আপনার চাকরি পাওয়ার অসংখ্যা অনেকটাই বেড়ে যাবে অন্যদের থেকে।

এছাড়াও যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে Location (জায়গায়) এর মধ্যে চাকরি করতে চান সেটিকে সিলেক্ট করবেন।


আমাদের আর্টিকেলটি পড়ে আপনার কেমন লাগলো অবশ্যই নীচে জানাবেন।

0/Post a Comment/Comments