ইন্ডিয়ান অ্যাপস ডেভেলপাররা কেন প্লে স্টোরের পরিবর্তে অন্য অ্যাপস স্টোর চাইছে ?

 ভারতের যে সমস্ত অ্যাপস ডেভেলপাররা আছে তারা এখন গুগল প্লে স্টোর ছেড়ে দিয়ে দেশের নিজস্ব কোনো অ্যাপস স্টোর খুঁজছেন 

ইন্ডিয়ান অ্যাপস ডেভেলপাররা কেন প্লে স্টোরের পরিবর্তে অন্য অ্যাপস স্টোর চাইছে ?

এর কারণ গুগল কিছুদিন আগেই ঘোষণা করেছিল যারা তাদের বিলিং সিস্টেম ব্যাবহার না করে টাকা দেওয়া নেওয়া করবে তাদেরকে ৩০% ফি দিতে হবে। 

কিছুদিন আগেই Paytm কে কিছু না বলেই গুগল প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছিল গুগল। 

কারণ তারা গুগল বিলিং সিস্টেম না করেই টাকা দেওয়া নেওয়া করতো। এবং তারা ৩০% ফি দিতো না।

সেই একই কারণে গুগল প্লেস্টোরে থাকা অ্যাপস Zomato, Swiggy ও বিভিন্ন অ্যাপসকে ইতিমধ্যে গুগল নোটিস পাঠিয়েছে যে তাদেরকে ৩০% ফি দিতে হবে বলে।

ইন্ডিয়ান অ্যাপস ডেভেলপাররা কেন প্লে স্টোরের পরিবর্তে অন্য অ্যাপস স্টোর চাইছে ?

গুগল প্লেস্টোরে যে সমস্ত অ্যাপস আমরা দেখতে পাই তাদের মধ্যে ৯৭% অ্যাপ গুগলের বিলিং সিস্টেম ব্যাবহার করে থাকে। এর ফলে গুগল ভালোই টাকা ইনকাম করে এর দ্বারা।

এই সব কারণেই ইন্ডিয়ান অ্যাপস ডেভেলপাররা দেশের নিজস্ব কোনো অ্যাপস স্টোর চাইছে।

Samsung Store , MI Store, Indus Store, Apple Store, এছাড়াও বিভিন্ন মোবাইল ব্রান্ডের নিজস্ব তাদের অ্যাপস স্টোর রয়েছে যেখান থেকে সব ধরণের অ্যাপস আমরা ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারি।

যাতে দেশের ছোটো বড়ো সমস্ত অ্যাপস ডেভেলপার অ্যাপ বানিয়ে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। 

এই ব্যাপারে আপনার বেক্তিগত মতামত আপনি নীচে কমেন্ট করে জানানম

0/Post a Comment/Comments