বর্তমানে গুগল একাউন্ট থাকা প্রত্যেকের খুবই দরকার। কিভাবে গুগল একাউন্ট খুলব এটি অনেকেই জানে না।
গুগল একাউন্ট কি ?
গুগল একাউন্ট খোলার নিয়ম জানার ফলে আপনি একটি গুগল একাউন্টের মাধ্যমে আপনি গুগলের সমস্ত রকম পরিষেবা যেমন Gmail, Google Drive, Google Duo Google Photos, Google Meet
এছাড়াও অন্যান্য পরিষেবা গুলি আপনি উপভোগ করতে পারবেন, যার জন্য আপনাদের প্রয়োজন একটি মাত্র গুগল একাউন্টের।
একটি গুগল একাউন্ট যা আমরা জিমেইল একাউন্ট নামেও জেনে থাকি এবং এই দুটি একই পরিষেবা
যা আমরা দুটি নামে জেনে থাকি। আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে গুগল একাউন্ট খুলব সেটা জানতে পারবেন।
কিভাবে গুগল একাউন্ট খুলব ? গুগল একাউন্ট খোলার নিয়ম
আপনার কাছে যদি একটি কম্পিউটার অথবা মোবাইল থেকে তাহলে এই স্টেপস গুলি ফলো করলে গুগল একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন।
প্রথমে আপনাকে এই লিংক টিকে Google Chrome অথবা অন্য কোনো Web Browser এ ওপেন করবেন ।
Step 1: আপনি এখন দেখতে পাচ্ছেন First Name লেখা আছে সেখানে আপনার প্রথম নামটি লিখবেন।
Step 2: এরপর আপনি দেখতে পাবেন Last Name লেখা আছে সেখানে আপনার টাইটেল টি লিখবেন।
Step 3: এরপর আপনাকে User Name এর জায়গায় আপনি আপনার পছন্দের নামটি লিখবেন যেই নামে Gmail Address টি তৈরি করতে চান
Step 4: এরপর আপনি দেখতে পাবেন Password লেখা আছে সেখানে আপনি আপনার Password টি লিখবেন
Step 5: এরপর Confirm লেখাটির জায়গায় ঠিক যেটি Password লিখেছিলেন সেটি আবার লিখবেন এবং Next বাটন এ ক্লিক করবেন।
উপরের সমস্ত স্টেপস গুলি করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। এর মধ্যে যেগুলি Optional লেখা সেগুলি আপনি না ফিলাপ করলেও চলবে।
Step 6: এরপর আপনি Day, Month, Year এই তিনটি লেখা দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখ টি লিখবেন।
Step 7: এরপর আপনি আপনার Gender টিতে ক্লিক করে আপনার লিঙ্গ Male/Female এই দুটির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করবেন।
Step 8: উপরের স্টেপস গুলি করার পর আপনি Next বাটন এ ক্লিক করবেন।
Step 9: এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি Yes, I'm in বাটন এ ক্লিক করবেন।
Step 10: এরপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে লেখা I Agree তে ক্লিক করবেন। এরপর আপনার গুগল একাউন্ট তৈরি হয়ে যাবে।
উপরের সমস্ত স্টেপস গুলি আপনি মনোযোগ সহকারে ফলো করলে আপনিও গুগল একাউন্ট খোলার নিয়ম জেনে যাবেন।
Post a Comment