ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম 2020

 যদি আপনার ফেসবুক প্রফাইলে Add Friend অপশন অন থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে ফেসবুকে ফলোয়ার অপশন চালু কিভাবে করে আপনি অন করে অনেক ফলোয়ার পাবেন । 

ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম 2020

এই ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার করার ফলে যখন কেউ আপনাকে Friend Request Send করতে যাবে 

তখন আমার প্রোফাইলে ফলোয়ার অপশন শো করবে তখন সে আপনাকে ফলো অপশন এ ক্লিক করে  ফলো করবে। এই সবচেয়ে ভালো ফেসবুক ফলোয়ার বৃদ্ধির উপায় ।

Note: ফেসবুক ফলোয়ার চালু করার জন্য আপনার বয়স 18+ হতে হবে

ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম 

Step 1 : আপনি যদি ফেসবুক অফিসিয়াল ব্যাবহার করে থাকেন তাহলে সেটিতে লগিন করুন

Step 2 : এরপর উপরের তিনটে ডট এ ক্লিক করে সেটিংস ওপেন করুন

Step 3 : এরপর Public Post এ ক্লিক করে Who Can Follow Me এই অপশনটা পাবলিক করে সেট করতে হবে

Step 4 : এরপর Who Can Send You Friend Request  এটাকে পাবলিক সেট করতে হবে

Step 5 : এরপর আপনি নিজের প্রোফাইলে গিয়ে তিনটে ডট এ ক্লিক করে View As অপশন এর সাহায্যে দেখে নিন আপনার ফেসবুকে ফলোয়ার অপশন শো করছে কিনা

Post a Comment